ads

শিরোনাম :

জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরার বিশেষ অভিযানে ৫০ বোতল কোরেক্স সিরাপ সহ ২ জন আসামী গ্রেফতার।

 


রেজাউল ইসলাম (বাবলু) : জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায়  জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, সাতক্ষীরা নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/মোঃ মিনাজ উদ্দীন  সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-২৫/০৭/২৫ তারিখ ২২.০৫  ঘটিকায়।

 অভিযান পরিচালনা করিয়া “সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন কুলিয়া সাকিনস্থ কুলিয়া বাজার জনৈক মোঃ মেহেদী হাসান (৩৫), এর চায়ের দোকানের সামনে সাতক্ষীরা টু শ্যামনগর যাওয়ার পাকা রাস্তার উপর”  থেকে  আসামী ১। আল মামুন (২৫), পিং মৃত হারুন অর রশিদ, সাং গড়িয়াডাঙ্গা, পোঃ পারুলিয়া, থানা দেবহাটা, জেলা সাতক্ষীরার হেফাজতে হইতে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য কোরেক্স সিরাপ এবং ২। মোঃ ইব্রাহিম খলিল (৩১), পিং মৃত আনছার আলী গাজী, সাং চৌবাড়ীয়া, পোঃ শাখরা থানা সাতক্ষীরা, জেলা সাতক্ষীরার হেফাজত হইতে ২৫ বোতল অবৈধ মাদকদ্রব্য কোরেক্স সিরাপ সহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় দেবহাটা থানা, সাতক্ষীরায় মামলা দায়ের  করা হয়েছে।

No comments