সাতক্ষীরায় বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শহর ছাত্রদলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মা ইটেগাছা চিত্ত মোড় সংলগ্ন সিএমবি মসজিদে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে এই বিশেষ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আসিফ মাহমুদ রিপন, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ ফারহান মাসুক, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ এবং পৌর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন কোরাইশ মহি।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিএমবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে শহর ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments