সাতক্ষীরায় স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে ১০ লাখ টাকার আসবাবপত্র আতœসাতের অভিযোগ
ওমর ফারুক বিপ্লব সাতক্ষীরা :সাতক্ষীরায় স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে ১০ লাখ টাকার আসবাবপত্র আত্মসাৎতের অভিযোগ উঠেছে।গত মঙ্গলবার ভুক্তভোগী হীরক মন্ডল বাদী হয়ে চার্চিতা মল্লিক, পিনাকী মল্লিক ও তপতী সরকারের নামে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাটানা গ্রামে হীরক মন্ডল ও চার্চিতা মল্লিকের একই গ্রামে বড়ী হওয়ার সুবির্ধাতে প্রেম ভালোবাসার সম্পর্ক স্থাপন হয়। আমাদের সম্পর্ক বিবাদীর পিতা মাতা বিবাহ দিতে অস্বীকার করায় আমার স্ত্রী বিগত ০২ বছর পূর্বে এস.এস.সি পরীক্ষা দেওয়ার পর আমি তাকে তুলে নিয়ে এসে সাতক্ষীরা শহরে ভাড়া বাড়িতে রেখে হিন্দু শাস্ত্রীয় মতে ঘর সংসার করিতে থাকি। এভাবে কিছুদিন যাওয়ার পর বিবাদীর মা ও বিবাদীর ছোট বোন আমার ভাড়া বাড়িতে আসে। পরবর্তীতে আমার বিয়ে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে আমার নিকট থেকে আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে , শ্বশুর এর যোগসাজসে সাংসারিক জিনিষপত্র সহ সোনার গহনা ও তার পড়ালেখা খরচ বাবদ প্রায় আমার আনুমানিক ১০ লক্ষ টাকার জিনিষপত্র নিয়ে চলে যায়। পরবর্তীতে আমি আমার স্ত্রীর নিকট যোগাযোগ করার চেষ্টা করিলেও বিবাদীগণ তাহারা তাকে আমার নিকট ঘর সংসার করিতে দিবে না মর্মে জানায়। আমি একটি সূত্রে জানিতে পারি আমার শাশুড়ি একজন লোভী প্রকৃতির ব্যক্তি হইতেছে। তার মেয়েকে এখন অন্য জায়গায় বিবাহ দিয়ে অর্থ আদায় করবে এরূপ তার ব্যবহার। এমতাবস্থায় বিবাদীগন কর্তৃক আমার আর্থিক ও মানষিক ক্ষতি সাধন হয়েছে। যা আমার পরিবারকে রাস্তায় এনে ছেড়েছে।
এ বিষয়,সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানায়, দুই পক্ষকে নিয়ে একটি আলোচনা হয়েছে পরবর্তীতে আবার বসবসির দিন নিয়েছে সমাধান হয়ে যাবে।

No comments