ads

শিরোনাম :

মাদক সম্রাট সুরজিৎ মন্ডল দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় প্রভাব খাটাচ্ছে মাদকের সন্ধ্যা হলে গাঁজার আসর এলাকায়

 



হাফিজুল ইসলাম সাতক্ষীরা :

সদরের আলীপুর ইউনিয়নের বাদামতলা কাওরা সম্প্রদায়ের জমি নিয়ে হাতাহাতি ঘরবাড়ি তালা দেওয়ার অভিযোগ উঠেছে, গাঁজা ও মাদক সম্রাট  বিশ্বজিৎ মন্ডলের বিরুদ্ধে। দুর্লভ মণ্ডলের ছেলে  বিশ্বজিৎ মন্ডল এলাকার মন্ডল হিসাবে পরিচিত বিশ্বজিৎ মন্ডলের অত্যাচারে এলাকার মানুষ    

অতিষ্ঠিত হয়ে পড়েছে জানান সদয় মন্ডল ও তার স্ত্রী কাকুলি মন্ডল সদয় ও কাকুলি মন্ডল দের ঘরবাড়ি ছাড়াও করেছে তারপরও ক্ষ্যান্তনেই  বিশ্বজিৎ মন্ডল। দিনের শেষে রাত তারপর শুরু হয় মাদক সেবনের একটি প্রতিযোগিতা সবাই কে চুপ থাকতে হয় বিশ্বজিতের ভয়ে।এবং প্রতিবেশিরা, আরও জানান মোটা আকারে অর্থ দিতে হবে বিশ্বজিৎ কে, বিশ্বজিৎ সহ ৬ জন মন্ডল মিলে অসহায়দের উপরে দিনের পর দিন জুলুম নির্যাতন করে আসছে। একপর্যায়ে সদয় মন্ডল ও কাকলি মন্ডল সদর থানায় একটি অভিযোগ করেন তারা ঘর বাড়িতে উঠতে চাই ন্যায্য বিচার চাই, এই এলাকার (৬) মন্ডলের  বিচার চেয়ে দাবি তোলেন এলাকাবাসী।

No comments