সাংবাদিক সোসাইটি থেকে অব্যাহতি নিলেন আরিফুল ইসলাম
সাংবাদিক সোসাইটি থেকে অব্যাহতি নিলেন আরিফুল ইসলাম
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা শাখার সক্রিয় সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন সাংবাদিক আরিফুল ইসলাম।
বুধবার (০২ জুলাই) রাতে আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সম্প্রতি লক্ষ্য করছি যে এই কমিটির কতিপয় নেতৃবৃন্দ নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করতে বিভিন্ন ধরনের বিকর্তিত কর্মকান্ডের সাথে যুক্ত হওয়াসহ সত্যের গতিকে থামানোর চেষ্টা করছেন।
আমি মনে করি নেতৃবৃন্দের এহেন কর্মকান্ড আমার সাংবাদিকতার গতিকে বাধাগ্রস্ত করতে ব্যাপকভাবে উৎসাহী।
এজন্য আমি সাংবাদিকতার মত মহান পেশাকেই অধিক প্রাধান্য দিয়ে সাংবাদিকতার সুনাম ধরে রাখতে আমি ‘জাতীয় সাংবাদিক সোসাইটি’ সাতক্ষীরার শাখার সকল পদ থেকে অব্যাহতি নিলাম। আমি সংগঠনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।
No comments