ads

শিরোনাম :

আশাশুনি ইউপি চেয়ারম্যান দীপঙ্করের বিরুদ্ধে জ্বাল সনদ দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ

 


আশাশুনি ইউপি চেয়ারম্যান দীপঙ্করের বিরুদ্ধে জ্বাল সনদ দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ   


এস কে কামরুল হাসান সাতক্ষীরা 


আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর  সরকার দ্বীপের বিরুদ্ধে  জাল সনদ দিয়ে অর্থ বাণিজ্যের অভিযোগ। 

তথ্য অনুসন্ধানে জানা যায়  কাদাকাটি ইউনিয়নের মৃত রুহুল আমিন কনটাক্টরের দুই  ছেলে  দুই মেয়ে  রেখে মৃত্যু মৃত্যুবরণ করেন। 

গত  বছর  ১৭,৫,২৩ ইং তারিখে  মৃত রুহুল আমিন কন্ডাক্টরের  একমাত্র সন্তান  এস এম সাফায়েত সরোয়ার  উল্লেখ করে এক  ছেলে এবং দুই মেয়ে সহ তার নাম বাদ দিয়ে   মোটা অর্থের বিনিময়  ভুয়া জাল নাগরিক সনদপত্র প্রদান করেন।   


  

এ বিষয়  চেয়ারম্যান দীপঙ্কর কুমার  দ্বীপের কাছে  তার মুঠো ফোনে জানতে চাইলে 

তিনি জানান  আমি এ বিষয়ে তেমন কিছু জানি না  ঐ এলাকার মেম্বার 

আমাকে সই করতে বলেছিল আমি করে দিয়েছি। 


এছাড়া তার বিরুদ্ধে  সরকারি প্রকল্পের  কাজ শেষ না করে 

টাকা লুটপাটের 

অভিযোগের বিষয় জানতে চাইলে   তিনি কোন  উত্তর না দিয়ে ফোন কেটে দেন। 


অভিযোগ উঠেছে বিগত অর্থবছরের  আওয়ামী লীগ সরকারের শাসন আমলে কাবিখা কর্মসূচির রাস্তা নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের রয়েছে তার বিরুদ্ধে,  অসাধু কর্মকর্তাদের লুকোচুরি, প্রকল্পের সভাপতির ভূমিকা ও কাজের পরিণতি নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


এলাকবাসী আরও জানান  দুর্নীতিবাজ দীপঙ্কর কুমার দ্বীপ  আওয়ামী লীগের দোসর সে এখনো কিভাবে  ইউনিয়নের চেয়ারম্যান পদে বহাল থাকে এমন প্রশ্ন   বর্তমান অন্তর বর্তীকালীন  সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়  কর্তৃপক্ষের কাছে। 


কাদাকাটি  সাতক্ষীরা জেলার  প্রভাবশালী নেতাদের দিয়ে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে  বাগিয়ে নেন  কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ ব্যবহার করে 

বিগত ১৬ বছরে সরকারি ইজারা জ�

No comments