ads

শিরোনাম :

আশাশুনির কলিমাখালী ফাজিল মাদ্রাসার মাঠ ভরাট ও বাউন্ডারি প্রাচির

 

 


 মোঃ হাফিজ: জেলার আশাশুনি উপজেলার ৭নং শ্রীউলা ইউনিয়নের আন্তরগত কলিমাখালী আজিজিয়া সিদ্দিকিয়া ফাজিল ( ডিগ্রি)  মাদ্রাসা যা ১৯৬৫ সাল থেকে খুলনার দক্ষিণে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আজও মাথা উঁচু করে অত্যান্ত সুনামের সাথে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। 

এই প্রতিষ্ঠান শিক্ষার গুনগত মান অএ এলাকার সকল প্রতিষ্টান থেকে অনেক অংশে ভালো ১৯৬৫সাল থেকে আজ পর্যন্ত হাজার হাজার গরীব দুঃখী আসহায় ছেলে মেয়ে পড়ালেখা করে আসছে। হাজারো শিক্ষক, প্রোফেসর,মাওলানা, সচিব,সহ সরকারী কর্মকর্তাদের তৈরি  এই প্রতিষ্টান থেকে। 

২০১৭ সালেএই মাদ্রাসা সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরা জেলার জেলার মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের থেকে ১ লক্ষ টাকা পুরস্কার ও পেয়েছিল। 

উক্ত প্রতিষ্ঠান থেকে প্রতি বছর দাখিল, আলেম ও ফাজিল শ্রেরেনি তে শত শত ছেলে মেয়ে পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে। 

এখানে পাশের হার প্রতি বছর প্রায়১০০ ভাগ। বর্তমানে ৬০০শরাধিক ছাএ ছাএী এখানে পড়াশোনা করছে। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এই যে মাদ্রাসাটির সামনের মাঠটি এতনিচু যে সামান্য বৃষ্টিতে পানির তলায় তলিয়ে যায়। এছাড়া  চার পাশে কোন প্রকার দেওয়াল বা পাচিল না থাকায় ছেলে মেয়েরা নিরাপত্তা হীন তায় ভুগছে। তাই এলাকা বাসির দাবি যত দ্রুত মাদ্রাসার বাউন্ডারি সহ মাঠের ভরাট কাজটি করে ছাএ ছাএীদের নিরাপত্তা সহ বিনিদনের ব্যবস্তা হয় তার ব্যবস্থাকরতে উদ্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু জনাব ডি,সি ( রাজস্ব) মহোদয় উক্ত প্রতিষ্ঠানের গভঃ বডির প্রধান সেহেতু আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন দিয়েছি,জেলা পরিষদ বরাবর আবেদন দিয়েছি। আতএব মহোদয় একটু সদয় দৃষ্টি আকর্ষণ করলে মাদ্রাসা টি একটি আর্কসনিয় মডেল হিসেবে প্রতিষ্ঠিতহবে।

No comments