সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী কোপা মাসুদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে সেনা সদস্যরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার সহযোগী মো. শেখ বাদশা এবং স্থানীয় মাদকসেবী জুয়েল রানাকেও আটক করা হয়।
গ্রেপ্তারের সময় কোপা মাসুদের কাছ থেকে ৯০পিস ইয়াবা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। অপরদিকে মাদকসেবী জুয়েল রানা গাঁজা সেবনের কোলকি এবং ৫ বোতল ফেনসিডিলসহ আটক হয়।
কোপা মাসুদ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, অবৈধ অস্ত্র ব্যবহার, মাদকসেবন ও ব্যবসায়ীসহ সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে স্থানীয়রা জানান। তার নামে একাধিক মামলা রয়েছে এবং তিনি এর আগে কারাভোগও করেছেন। সম্প্রতি গত ৫ আগস্ট থেকে সে পুনরায় এলাকায় সক্রিয় হয়ে কয়েক লক্ষ টাকা চাঁদা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা কোপা মাসুদের ভয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে জীবন-যাপন ও ব্যবসা-বাণিজ্য করতে পারছিল না। সেনাবাহিনীর এই অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা স্বাগত জানিয়েছে।
সাতক্ষীরার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী এমন অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করার হয়েছে।
No comments