ads

শিরোনাম :

আশাশুনী উপজেলার দরগাপুর ইউনিয়নে ইউপি সদস্য ঝর্না খাতুনের রাস্তার কাজে অনিয়ম

 

 



নিজস্ব প্রতিনিধ :আশাশুনী উপজেলার দরগাপুর ইউনিয়নের  খড়িয়াটি গ্রামের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ঝরনা খাতুনের বিরুদ্ধে গ্রামের একাধিক মানুষের অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান মিয়ারাজ আলীর মাধ্যমে প্রত্যেক মেম্বারদের রাস্তার কাজ দেন, এতে করে ১ নং ইটের পরিবর্তন করে ৩ নং ইট দিয়ে কাজ করান ইউপি সদস্য ঝর্না খাতুন। 

টাকা আত্মসাৎ করার জন্য। ঝরনা খাতুন কে এলাকার মানুষের সমন্বয়ে।

ঝরনা খাতুন কে সঠিক সিদ্ধান্ত প্রমাণিত করা হবে। ইউপি সদস্য আব্দুল বারী বলেন, একই কাজ আমিও করেছি এই মেম্বার হলো এক দুই ও তিন নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য তার নামে অনেক দুর্নীতির অভিযোগ আছে। এই রাস্তার কাজের বাজেট এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র। কাজটি হলো টি,আর এর কাজ এই রাস্তায় কাজে বালি ও ইট ২ নং ইট দিয়ে কাজ করেছেন।  কাজের শেষে ৭০ থেকে ৮০টা ইট থেকে গেলে স্থানীয় গ্রামের মানুষ মসজিদের কাজে ব্যবহারের জন্য রেখে যেতে বলেন কিন্তু ঝরনা ক্ষিপ্ত হয়ে এলাকার মানুষের সাথে অনেক গালিগালাজ করেন গ্রামের সবাই কে। এবং টিসিবির কার্ড গুলো সব নিজের আত্মীয়দের মাধ্যমে দেন তাতে করে আর কেউ পায় না, এই অভিযোগ তুলেছেন এলাকার মানুষ।

No comments