ads

শিরোনাম :

বিজিবিকে অভিনন্দন জানালেন এক মাদক ব্যবসায়ী ও তার পরিবার




বিজিবিকে অভিনন্দন জানালেন এক মাদক ব্যবসায়ী ও তার পরিবার

নিজস্ব প্রতিনিধি : রবিবার (০৮ জুন) রাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার নবাতকাটি এলাকা থেকে শামিম নামের কথিত এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি। এ ঘটনার পর আজ (০৯ জুন) বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শুভেচ্ছা ব্যানার নিয়ে বিজিবিকে শুভেচ্ছা জানিয়েছেন নবাতকাটি এলাকার মাদক ব্যবসায়ী কবির হোসেন ও তার পরিবার। এর আগে শামিমকে আটক করার প্রতিবাদে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন নবাতকাটি এলাকাবাসী। তাদের দাবি মাদক ব্যবসায়ী কবিরের মেয়ের সাথে জনৈক বিজিবি সদস্যের অনৈতিক সম্পর্কের জের ধরে ষড়যন্ত্রমূলক শামিমকে আটক করা হয়েছে। অবশেষে সেই পরিবার বিজিবকে শুভেচ্ছা জানিয়েছেন তারা। এদিকে শামিমকে আটকের ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় জব্দকৃত মাদক হিসেবে ২৫ বোতল উইনকোরেক্স (মাদক) উল্লেখ করা হয়েছে। অথছ শামিমকে আটকের অভিযানে থাকা বিজিবি সদস্য ইমরান হোসেন জানিয়েছেন ১২৫ বোতল মাদকের কথা স্বীকার করেছেন যার কল রেকর্ডিং সাংবাদিকদের কাছে সংরক্ষিত আছে। এসব বিষয়ে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের স্পেশাল শাখার কর্মকর্তা শামীম মো: শামীম আলমের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কোন উত্তর দেননি।

No comments