ads

শিরোনাম :

বসুখালির চোর সম্রাট পিয়ার আলী আটক




বসুখালির চোর সম্রাট পিয়ার আলী আটক

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে গাভা বুড়িমার মৎস ঘেরে মাছ চুরি করতে গিয়ে আটক হয়েছেন চোর  সম্রাট পিয়ার আলী। সে আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ জুলাই রাত সাড়ে ১২টার দিকে চোর সম্রাট পিয়ার আলীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোর চক্র সঞ্জয় দাসের মৎস ঘেরের আটন ঝেড়ে মাছ চুরি করছিল। 

এসময় ঘেরের কর্মচারীরা বুঝতে পেরে চিৎকার দিলে চোর চক্রের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও পিয়ার আলী ঘের কর্মচারীদের হাতে আটক হয়। পরবর্তীতে পার্শ্ববর্তী মৎস্য ঘেরের লোকজনের সহায়তায় পিয়ার আলীকে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান থানা পুলিশে খবর দিয়ে চোর পিয়ার আলীকে পুলিশে হস্তান্তর করা হয় বলে জানায় ঘের মালিক  মালিক সঞ্জয় দাস। 

ভুক্তভোগী ঘের মালিক আরো জানান, দীর্ঘদিন পিয়ার আলীর নেতৃত্বে মৎস ঘের থেকে  মাছ চুরি, ইলেকট্রিক মোটর চুরি, বিভিন্ন সরঞ্জাম চুরি করে আসছিল। চোর সম্রাট আটকা হওয়ায় এলাকার লোক খুশি। 

এদিকে চোর সম্রাট পিয়ার আলীর ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী বলেন , পিয়ার আলী দীর্ঘদিন চুরি-ডাকাতি অসামাজিক কাজের সাথে লিপ্ত। চোর সম্রাট পিয়ার আলি এর আগেও চুরি এবং ডাকাতি মামলায় জেল-হাজত খেটেছে। চোর সম্রাট পিয়ার আলী আটকের ঘটনায় ইউনিয়ন বাসি খুশি। 

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

No comments