বস্তুনিষ্ট সংবাদ পরিবেশেনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখেছে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশেনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখেছে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা
ডেস্ক রিপোর্ট: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকা সাধারণ মানুষের মুখপাত্র হিসাবে যাত্রা শুরু করে গণমাধ্যমটি ৭ বছর শেষ করে ৮ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষ্যে বুধবার (৩০ জুলাই) দুপুরে শহরের পলাশপোলস্থ সিটি সেন্টারের ৪র্থ তলায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘পত্রিকাটি আজ ৮ বছরে পদার্পণ করল। সবচেয়ে বড় বিষয় হলো- পাঠক দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পছন্দ করেছে। কারণ পত্রিকাটির প্রায়ত সম্পাদক একেএম আনিছুর রহমানের স্বপ্ন ছিল সাতক্ষীরায় এমন একটি পত্রিকা থাকবে যেখানে সাধারণ মানুষের কথা বলবে। সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সত্য এবং বস্তুনিষ্ঠ লিখলে মানুষ পছন্দ করবেই। সেই স্বপ্ন নিয়ে তিনি ২০১৮ সালের ৩০ জুলাই একটি পরিচ্ছন্ন পত্রিকা শুরু করেন। কিন্তু তার হঠাৎ মৃত্যুতে কিছুটা ছন্দপতন হয়েছে। তার এই অভাব অপূরনীয়। আমরা চাই তার এই স্বপ্নটি যুগের পর যুগ যেন টিকে থাকে। আর আমরা যারা এই স্বপ্নটি লালন করে যাচ্ছি তাদের দায়িত্বের সাথে কাজ করতে হবে। এতে আশাকরি ভবিষ্যতে এই পাঠকপ্রিয়তা আরও বাড়বে সেই প্রত্যাশা করি’।
বক্তারা আরো বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে ইতোমধ্যে জেলার মানুষের কাছে পত্রিকাটি জনপ্রিয় হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা পত্রিকাটির উত্তরোত্তর মঙ্গল কামনা করি’। অনুষ্ঠানে পত্রিকার নির্বাহী সম্পাদক মোশারফ হোসেনের সভাপতিত্বে বার্তা সম্পাদক মো. মাজহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন পত্রিকার নিজস্ব প্রতিনিধি মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি শেখ শাওন আহম্মেদ সোহাগ, তালা উপজেলা প্রতিনিধি জুলফিকার রায়হান, পাটকেলঘাটা প্রতিনিধি প্রভাষক নাজমুল হোসেন, সাংবাদিক এমএ সালাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পত্রিকাটির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান, সাংবাদিক রেজাউল ইসলাম বাবলু, মামুন হোসেন, রীনা পারভীন, আরিফুল ইসলাম, আসাদুজ্জামান নয়ন প্রমুখ।
No comments