সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সাতক্ষীরার কালিগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুলকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট :
প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেনের ৭০ লক্ষ শিক্ষার্থীকে বঞ্চিত রেখে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারিকৃত ১৭ জুলাইয়ের পরিপত্রে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয় উ়ল্লেখ করা হয়।
অনতিবিলম্বে উল্লেখিত পরিপত্রটি প্রত্যাহারপূর্বক কিন্ডারগার্টেনে অধ্যয়ণরত শিক্ষার্থীদের ৫ম শ্রেণিতে অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কালিগঞ্জ উপজেলা শাখার আযোজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
" জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাই নাই" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ গেইট এর সম্মুথে ২৪ জুলাই সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলার ২০ টি কিন্ডারগার্টেনের তিন শতাধিক শিক্ষকের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহঃ সভাপতি কে. বি আহছানউল্লা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্রী কুমার বসাকের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রত্যয় আইডিয়াল স্কুলের সহঃ প্রধান শিক্ষক আলমগীর কবির।
এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে দাবি পেশ করেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সেক্রেটারী শেখ সাঈদী কিবরিয়া কাইয়ুম, সহঃ সভাপতি ইডা স্কুলের প্রধান শিক্ষক খান আলাউদ্দিন, অর্থ সম্পাদক প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ দুলাল চন্দ্র বাছাড়, ব্রাইট স্টার প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক খান তাওহিদুর রহমান হেলাল, আহ্ছানিয়া দরবেশ আলী মন্নুজান মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জি এম আবু ফরহাদ, আছিয়া লুৎফর প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ জি এম রফিকুল ইসলাম, জিরনগাছা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মনিরুল ইসলাম, রাজবাড়ী কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ মহাসিন, নলতা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ তাপস কুমার ঘোষ, কে. বি. মোবারক আলী প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শেখ ইস্তাকফার হোসেন, চিলড্রেন ভয়েস প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ সুবোধ চন্দ্র ঘোষ, চন্ডিতলা আদর্শ কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ সুব্রত মন্ডল, লাইসিয়াম আইডিয়াল স্কুলের সহঃ প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, গ্রো স্কুলের অধ্যক্ষ আবু আলম, চিংড়িখালী বৈরাগীরচক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওকালত হোসেন, চাইল্ড সায়েন্স স্কুলের শিক্ষক মোঃ সফিউল্লাহ প্রমুখ।
No comments