বিশেষ সম্মাননা পেল নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন
মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তায় অবদানবিশেষ সম্মাননা পেল নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন
ডেস্ক রিপোর্ট : মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তা করে জেলার মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেয়েছে ‘নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন’। কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। গত ১৮ আগস্ট ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধি ‘আরএমটিপি’ প্রকল্পের ফোকাল পার্সন মো. আমিনুর রহমান এবং ‘আরএমটিপি’ প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. তারেক আহম্মেদ এ সম্মাননা স্মারক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের থেকে গ্রহণ করেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে শ্যামনগর মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে ÒReady to Eat (Fish item)” এ সফল উদ্যোক্তা হিসেবে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধি ‘আরএমটিপি’ প্রকল্পের Ready to Eat উদ্যোক্তা মো: রাজীবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উল্লেখ্য, এদিন সাতক্ষীরা জেলার সকল উপজেলাসহ নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের প্রতিনিধি ‘আরএমটিপি’ প্রকল্পের আওতাধীন ৩ উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উৎযাপন উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন।
No comments