ads

শিরোনাম :

সন্তানকে কোলে নিয়েই কান্নায় ভেঙে পড়লেন পিতা

 


গোলাম সাহারিয়া: সাতক্ষীরায় জজকোর্ট প্রাঙ্গণে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিলেন এক পিতা। আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি মাসে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন মনিরুজ্জামান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে তিনি চার বছর বয়সী পুত্র আলিফ হাসানকে কোলে নিতে চাইলে শ্বশুরবাড়ির লোকজনের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন এই পিতা।


প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের নির্দেশ উপেক্ষা করে শিশুকে পিতার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন শ্বশুরবাড়ির লোকজন। এতে প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপস্থিত সাধারণ মানুষের চাপের মুখে শেষ পর্যন্ত শিশুকে বাবার কোলে তুলে দিতে বাধ্য হন তারা। কিছুক্ষণ পর শিশুটিকে আবার নিয়ে যান শ্বশুরবাড়ির লোকজন।


মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, স্ত্রী মেধা আক্তার সোনিয়া (২৩) ও সন্তানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। তিনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করেন। আদালত সন্তানের সঙ্গে মাসে একবার দেখা করার সুযোগ ও ভরণপোষণের নির্দেশ দেন। কিন্তু তার শ্বশুর বাবুল ফরাজী ও শ্বশুরবাড়ির লোকজন আদালতের নির্দেশ অমান্য করে অপমান-অপদস্ত করেন।



ঘটনাস্থলে জড়ো হওয়া মানুষজন একে “মানবতার জয়” হিসেবে দেখেছেন। এক পিতার সন্তানের প্রতি অটল ভালোবাসার এই দৃশ্য আদালত প্রাঙ্গণে উপস্থিত সকলকেই আবেগাপ্লুত করে তোলে।

No comments