ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
ঝিনাইদহ প্রতিনিধি:এনামুল খন্দকার
খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্নের তারিখ, বিক্রয়মূল্য ও অন্যান্য তথ্য উল্লেখ না করা, বিভিন্ন টেক্সটাইল রং ও কেমিক্যাল ব্যবহার করে খাদ্য পণ্য প্রস্তুত, বিক্রয় ও সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ১টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৭ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ায় অবস্থিত হিরা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২টি ধারায় প্রশাসনিক ব্যবস্থায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য সহায়ক সদস্যবৃন্দ। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার তদারকি কার্যক্রম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি নিয়মিত রুটিন ওয়ার্ক। খাদ্যে ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বাজারজাতকরণ রোধে সোচ্চার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জনস্বার্থে চলমান থাকবে।
No comments