ads

শিরোনাম :

 মেহেরপুরের দুই অনলাইন জুয়া সম্রাট সাতক্ষীরায় গ্রেপ্তার





ডেক্স রিপোর্ট  : অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে মেহেরপুরের দুই যুবককে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ দল। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস সড়কের খড়িবিলা চৌরাস্তা মোড়ে এ অভিযান চালানো হয়। 

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর জেলার মুজিবনগর থানার শিবপুর গ্রামের মো. জিনারুল ইসলামের ছেলে মো. মুরশিদ আলম লিপু (২৯) এবং একই জেলার বামনপাড়া এলাকার মাতুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)। শনিবার (১১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস ব্রিফ করে এ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ সুপার জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় অনলাইন জুয়া পরিচালনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা ১৬টি মোবাইল ফোন ও ৩টি ল্যাপটপ উদ্ধার ও জব্দ করা হয়।’ 

সাতক্ষীরা সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরো জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল।’ 

তিনি আরো জানান, ‘গ্রেপ্তারকৃত মো. মুরশিদ আলম লিপুর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর অধীনে মামলা নং ৩৭/৫৭৩, তারিখ ১৪ নভেম্বর ২০২১ খ্রি. বিচারাধীন রয়েছে।’ 

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরো বলেন,‘ অনলাইন জুয়া বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ অনলাইন জুয়া বন্ধে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেছেন।

No comments