ads

শিরোনাম :

সাতক্ষীরা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

 


শেখ রেজাউল ইসলাম বাবলু :সাতক্ষীরা সদর হাসপাতালের সার্বিক বিষয়ে তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা. মোঃ আব্দুস সালাম। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সদর হাসপাতালের আয়োজনে সদর হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে হাসপাতালের সামগ্রীক বিষয় নিয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মোঃ আব্দুস সালাম। এসময় তিনি বলেন, আমি সাতক্ষীরা সদর হাসপাতালে যোগদানের পর থেকে চিকিৎসা সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফয়সাল আহমেদ। 

সে সব সময় হাসপাতালে অনুপস্থিত থাকতো। জরুরী প্রয়োজনেও তাকে পাওয়া যেত না। অনেক সময় জরুরী প্রয়োজনে তাকে বাড়ি থেকে ডেকে আনা হতো। সে যেদিন হাসপাতালে আসতো দুপুর ১২ টার পরে আসতো। তার স্বার্থেই সে সদর হাসপাতালে স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছিল। সেই স্বেচ্ছাসেবী দালালদের মাধ্যমে সদর হাসপাতালের রোগী তার নিজস্ব ক্লিনিক হার্ট ফাউন্ডেশনে ভাগিয়ে নিয়ে যেত। স্বেচ্ছাসেবী দালালদের মাধ্যমে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে টেস্টের নামে প্রচুর অর্থ আদায় করতো। 

সেই অর্থের একটি ভাগ ওই দালালরুপি স্বেচ্ছাসেবীরা পেতো। সদর হাসপাতালের শৃঙ্খলা ফেরাতে জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী এবং জেলা প্রশাসকের চিঠির পরিপ্রেক্ষিতে সদর হাসপাতাল থেকে স্বেচ্ছাসেবীদের সরিয়ে দিতে নোটিশ দিলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে যায়।

 তার চক্রান্তে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ভাড়াটিয়াদের নিয়ে আমার নামে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ ব্যানার লিখে মানববন্ধন করেছিল। মানববন্ধন শেষে সিভিল সার্জন অফিস ঘেরাও করে এবং ভাড়াটিয়াদের নিয়ে হামলা করে। এ সময় সে ডা. ইসমত জাহানকে অকাথ্য ভাষায় গালিগালাজ করে। যে কারণে আমি আরএমও এর বিরুদ্ধে উদ্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে তাকে মেহেরপুর সদর হাসপাতালে বদলি করা হয়েছে। আমার অল্প দিনের মধ্যে প্রমোশন হওয়ার কথা আছে। আমি যতদিন থাকি সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কোন অনিয়ম মেনে নেব না। আমি সাতক্ষীরা সদর হাসপাতালে যোগদানের পূর্বে এই হাসপাতালের অনিয়ম দুর্নীতি নিয়ে অনেক সংবাদ পরিবেশন হয়েছে। 

কিন্তু আমি আসার পর থেকে এই হাসপাতলে আমি কোন অনিয়ম করতে দেইনি। যে কারণে আপনারা সাংবাদিক ভাইয়েরা আমার বিরুদ্ধে কোন নিউজ করেননি। এজন্য আমি সাতক্ষীরা সিভিল সার্জন হিসেবে সাতক্ষীরা সদর হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। 

সদর হাসপাতালের সামগ্রিক উন্নয়নে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সব সময় আপনাদেরকে কাছে পাবো এটাই প্রত্যাশা করি।এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডা: ইসমত জাহান সুমনা, ডা: রিয়াদ হাসান, ডা: সাইফুল আলম, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত সরকার, ডা: জিএম নুর ইসলাম, ডা. পার্থ কুমার দে প্রমুখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

No comments