স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় দৃষ্টান্ত স্থাপন
শেখ রেজাউল ইসলাম বাবলু :চারিদিকে যখন অনিয়ম আর অশুভের বাড়বাড়ন্ত তখন কোনো প্রকার তদবির বা আর্থিক লেনদেন ছাড়াই শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় ০২টি পদে প্রার্থী চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
জানা যায়, সাতক্ষীরা গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসায় অধীনে অফিস সহঃ কাম কম্পিউটার অপারেটর ও গ্রন্থাগার/ল্যাব সহকারী ক্যাটাগরিতে ০২টি শূন্য পদে নিয়োগের লক্ষে ২১টি সঠিক আবেদন পাওয়া যায়। গত ১১ অক্টোবর’২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণপূর্বক সম্পুর্ন স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মেধাক্রম অনুসারে ০২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। বিধি-বিধান, মেধা ও যোগ্যতার মূল্যায়ন করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় জেলা জুড়ে আস্থার জায়গায় পরিণত হয়েছে গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা।
অফিস সহঃ কাম কম্পিউটার অপারেটর পদে সুপারিশপ্রাপ্ত আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের মো. শাহজাহান আলী গাজীর ছেলে সোলাইমান হোসাইন বলেন, আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। টাকা পয়সা লেনদেন বা তদবির করার মত সামর্থ্য আমার নেই। স্বচ্ছতার সাথে নিয়োগ কার্যক্রম সম্পাদিত হয়েছে বিধায় আমি চাকরি পেয়েছি। মাদ্রাসা কতৃপক্ষের কাছে আমি সারা জীবন ঋণী থাকব।
কালিগঞ্জ উপজেলার ঘোজাডাঙ্গা হতে গ্রন্থাগার/ল্যাব সহকারী নির্বাচিত আবদুল মান্নান গাজীর ছেলে ফারুক হোসাইন বলেন, লোকমুখে অনেক গুজব শুনে হতাশ হয়ে গেছিলাম; ভেবেছিলাম চাকরি মনে হয় আর হবে না। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়েছে বলেই আমি চাকরিটি পেয়েছি।
অভিভাবক সদস্য আবদুল হান্নান গাজী বলেন, ফারুক ও সোলাইমান নামে আমাদের যে দুইটি ছেলে চাকরি পেয়েছে এরা অত্যন্ত গরিব ঘরের ছেলে এবং মেধাবী। এই ছেলে দুইটার চাকরি হয়েছে মূলত মাদ্রাসার নিয়োগ বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের কঠোর ও নিয়মতান্ত্রিক উপায়ে চাকরি পরীক্ষার সকল কার্যক্রম সঠিকভাবে তত্ত্বাবধান করার কারনে। গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদরাসা কতৃপক্ষ কে এই ধরণের প্রয়াসকে আমি স্বাগত জানাই।
জানতে চাইলে নিয়োগ বোর্ডের সভাপতির অনুপস্থিতিতে সহ সভাপতি খাজা মোঃ আছরাতুল্লাহ (গোল্ডেন) জানান, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতকল্পে আমরা সবসময়ই আপোষহীন।
No comments