সাতক্ষীরায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট: আহত ২
সাতক্ষীরায় জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট: আহত ২
নিজস্ব প্রতিনিধি : জায়গা-জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় বাধা দিতে গেলে হামলাকারীদের আঘাতে দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (০২ নভেম্বর) দুপুরে ও বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ ফিংড়ি গ্রামে দু দফায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- দক্ষিণ ফিংড়ি গ্রামের সুদীপ মন্ডলের স্ত্রী দাপসী দফাদার ও ছেলে তনায় মন্ডল। এ ঘটনায় সুদীপ মন্ডল বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩৫-৪০ জনের নামে সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন। মামলায় আসামীরা হলেন- একই এলাকার মৃত কেরামত সানার ছেলে সাইদুল সানা, সাইদুল সানার স্ত্রী জেসমিন আরা, আবুল গাজীর ছেলে আরিফুল গাজী, জয়নাল গাজীর ছেলে আসারুল গাজী, শামসুর রহমানের স্ত্রী স্নেহারা বেগম, মুনছুর আলীর স্ত্রী রেবেকা বেগম, আশারাফ আলী মোড়লের ছেলে আরিফুল, দাউদ গাজীর ছেলে আবুল গাজী ও গোবরদাড়ী এলাকার গেরু সরদারের ছেলে আলিম সরদারসহ অজ্ঞাতনামা ৩৫ থেকে ৪০ জন।
এজাহার সূত্রে জানা গেছে, সুদীপ মন্ডল পেশায় একজন গ্রাম্য ডাক্তার। এছাড়াও তার বাড়িতে গরু ও মুরগীর খামার আছে। মামলার ০১নং আসামী একই এলাকার মৃত কেরামত সানার ছেলে সাইদুল সানার সাথে সুদীপ মন্ডলের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সুদীপ মন্ডলের গরুর খামার থাকায় তার প্রায় ৫/৬ বিঘা জমিতে ঘাষের চাষ করে। জমি সংক্রান্ত বিরোধের সূত্র ধরে প্রায় সময় সাইদুল সানার ৪/৫ টি গরু ছেড়ে দিয়ে সুদীপ মন্ডলের জমির ঘাস খাওয়ায় এবং ঘাস নষ্ট করে। এরই ধারাবাহিকতায় ইং-০২/১১/২০২৫ তারিখ বেলা ২টার দিকে সময় সুদীপ মন্ডলের বাড়ীর পাশে রোপনকৃত ঘাসের জমিতে সাইদুল সানা তার গরু দিয়ে ঘাস খাওয়ানোর সময় ঘাস নষ্ট করতে নিষেধ করলে সাইদুল সানা অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন সুদীপ মন্ডলের ছেলে তনায় মন্ডল প্রতিবাদ করলে সাইদুল সানা তাকে চড়থাপ্পড় মেরে বাড়ীর ভিতরে চলে যায়। তখন সুদীপ মন্ডল ছেলেকে নিয়ে বাড়ীতে চলে যায়। পরে বিকাল ৪টার দিকে সাইদুল সানার নেতৃত্বে এজাহারভুক্ত আসামীসহ ৩৫ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্র সন্ত্র নিয়ে সুদীপ মন্ডলের বসত বাড়ীর মেইন গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সুদীপ মন্ডলের স্ত্রী দাপসী দফাদারকে এলোপাথাড়ী ভাবে মেরে জখম করে। এসময় আসামীদের আঘাতে দাপসী মন্ডল মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা তার কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। হামলাকারীদের ভয়ে প্রাণ বাঁচাতে সুদীপ মন্ডলের ছেলে ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা সেই ঘরের কাঠের দরজা কুপিয়ে ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে তনায় মন্ডলকে বেধড়ক মারপিট করে হত্যার চেষ্টা করে। এসময় হামলাকারীরা ঘরের ভিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র, দরজা ও ০২টি গেইট ভেঙ্গে অনুমান ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার ক্ষতি সাধন করে। এছাড়া আলমারীর ভিতরে থাকা খামারের মুরগী বিক্রির নগদ ২,৮০,০০০/- (দুই লক্ষ আশি হাজার) টাকা এবং স্বর্নের ০৩টি চেইন, ০৫ টি অংটি, ০২ জোড়া রুলি, ০৪ জোড়া চুরি, ০১টি চুড়, ০১ গলার হার, যার সর্বমোট ওজন ০৯ ভরি, মূল্য অনুমান ১৮,০০,০০০/-(আঠার লক্ষ) টাকা লুট করে করে। এছাড়া হামলাকারীরা সুদীপ মন্ডলের স্ত্রী দাপসী মন্ডলের গলায় থাকা ০১টি ০৮ আনা ওজনের স্বর্নের চেইন, যার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা ছিড়ে নিয়ে তনায় মন্ডলকে তারা ধরে নিয়ে গিয়ে সাইদুল সানার বাড়ীতে আটক করে রাখে।’
ভুক্তভোগী সুদীপ মন্ডল জানান, ‘তিনি ঘটনার সময় ফিংড়ী ইউনিয়ন চেয়ারম্যানে বাসায় ছিলেন। সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বারকে সাথে নিয়ে সাইদুল সানার বাড়ী থেকে ছেলেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পরদিন সোমবার (০৩ নভেম্বর) সাতক্ষীরা সদর থানায় এজাহার দায়ের করেছেন।’ সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ‘তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

No comments