সাতক্ষীরা-৩ আসনে অধ্যাপক ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন
রাকিবুল ইসলাম সাতক্ষীরা :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মো. শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে দলীয় মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে নেতাকর্মীদের মাঝে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ৪টায় কালিগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ বাজার ব্রিজের উপর ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে কালিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা বলেন, অধ্যাপক ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে নিবিড়ভাবে যুক্ত এবং এলাকাবাসীর প্রিয় মুখ। তার জনপ্রিয়তা, ত্যাগ ও দলের প্রতি নিবেদন সবার জানা। এমন নেতাকে উপেক্ষা করে মনোনয়ন না দেওয়া বিএনপি’র তৃণমূল কর্মীদের মনে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে।
তারা আরও বলেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আবেদন জানান। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শহিদুল আলমের প্রতি অবিচার করা হলে তৃণমূল কর্মীরা তা মেনে নেবে না।
মানববন্ধন ও বিক্ষোভে বক্তব্য রাখেন— নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি কিসমাতুল বারি, জেলা বিএনপির সসস্য শেখ নুরুজ্জামান , উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

No comments