ads

শিরোনাম :

সাতক্ষীরা-২ আসনে দলীয় মনোনয়নের দাবিতে তাসকিন আহমেদ চিশতি সমর্থকদের বিক্ষোভ মিছিল



সাতক্ষীরা প্রতিনিধি রাকিবুল ইসলাম :  সাতক্ষীরা-২ আসনে জেলা বিএনপির নেতা ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী-র মনোনয়নের দাবিতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় সাধারণ জনগন এবং নেতাকর্মীরা। 

শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিল শুরু হয়ে নিউমার্কেট মোড়ে এসে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

সমাবেশে মহিলা নেত্রীসহ কয়েক হাজার নারী–পুরুষ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, তাসকিন আহমেদ চিশতী দীর্ঘদিন ধরে দল ও গণতন্ত্রের জন্য নিবেদিতভাবে কাজ করে আসছেন। দলকে শক্তিশালী করা ও আন্দোলন সংগ্রামে তার ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সাতক্ষীরা-২ আসনে যোগ্য প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দিতে হবে বলে দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, “দলের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রত্যাশা ও মাঠের জনপ্রিয়তা বিবেচনায় চিশতীর মনোনয়ন এখন সময়ের দাবি।”

এ সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

No comments