ads

শিরোনাম :

সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের বিজয়ে সনাতনী ধর্মাবলম্বীদের উঠান বৈঠক অনুষ্ঠিত

 


রাকিবুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিনকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সনাতনী ধর্মাবলম্বীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার বাশদাহ ফুটবল  মাঠে কালিগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে এই নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠককে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মো. আলাউদ্দিন।

তিনি বলেন, “এই এলাকার মানুষের আস্থা ও ভালোবাসায় আমি আবারও কাজ করার সুযোগ পেতে চাই। আপনাদের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে এই অঞ্চলের উন্নয়ন, ধর্মীয় সম্প্রীতি ও যুবসমাজের অগ্রগতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন: জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য শেখ এবাদুল ইসলাম কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন: আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি মো. জুলফিকার আলী, সভাপতি, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি নুরুজ্জামান পাড়, সাধারণ সম্পাদক, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপি, হাফিজুর রহমান হুকুম, সাংগঠনিক সম্পাদক আল-মাহমুদ ছট্টু, সভাপতি, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি হাসানুর রহমান, সভাপতি, কুশুলিয়া ইউনিয়ন বিএনপি আলমগীর হোসেন, সভাপতি, মৌতলা ইউনিয়ন বিএনপি নাজমুল ইসলাম বাবু, সভাপতি, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক, রতনপুর ইউনিয়ন বিএনপি

মেহেদী হাসান বাবু, সহ-সভাপতি, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি মো. বাবু অজয় সরকার, সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক, ৪নং দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উঠান বৈঠক সঞ্চালনা করেন: কালিগঞ্জ উপজেলা কৃষকদল, আহ্বায়ক, মো. রোকনুজ্জামান, এবং কালিগঞ্জ উপজেলা যুবদল, যুগ্ম আহ্বায়ক, হাফিজুর রহমান শিমুল। 

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “সনাতনী ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের মানুষ শান্তি, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে; তাই ধানের শীষের বিজয় সময়ের দাবি।” উঠান বৈঠক শেষে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়।

No comments