আশাশুনির আনুলিয়ায় নির্বাচনী আমেজে জমে উঠেছে; কাজী আলাউদ্দিনের বিশাল সমাবেশ
রাকিবুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলার আনুলিয়া এলাকায় নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে। শনিবার বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিনের সমর্থনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে হাজারো নেতা–কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে জোরালো সমর্থন জানান। বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বিএনপিকে বিজয়ী করতেই হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থা উন্নতি এবং স্বাস্থ্যসেবা বিস্তারে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবেন।
সমাবেশে স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে একটি মিছিল বের হয়, যা আনুলিয়া বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

No comments