ads

শিরোনাম :

সাতক্ষীরা শ্যামনগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

 


রাকিবুল ইসলাম  : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম সুলতান পলাশ। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা রক্ষার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে দিয়েছিলেন। আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, “দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হবে।” জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম বলেন,

“৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়—এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আজকের প্রজন্মকেও এই আদর্শ লালন করতে হবে।” যুগ্ম আহ্বায়ক তাকবীর আহমেদ সৌরভ বলেন, “গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে তরুণদের ভূমিকা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

ডা. মজনুর রহমান বলেন, “এই দিবস আমাদের শেখায়—দুর্নীতি, দুঃশাসন ও দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”

আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No comments