খলিষখালী ইউনিয়ন তাঁতি দলের উদ্যোগে জরাজীর্ণ শহীদ খান মোক্তার আলী সড়কের সংস্কার সম্পন্ন — পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব
রাকিবুল ইসলাম সাতক্ষীরা :
দীর্ঘ তিন বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা পাটকেলঘাটা টু দলুয়া সাবেক চেয়ারম্যান শহীদ খান মোক্তার আলী সড়কের সংস্কার কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল, তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন শাখা। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল থাকলেও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তির মধ্যে ছিলেন।
প্রতিদিন পাঁচটি ইউনিয়নের হাজারো মানুষ এই রাস্তা ব্যবহার করেন। রাস্তাটির বেহাল অবস্থার কারণে জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জরুরি প্রয়োজন বিবেচনায় নিয়ে খলিষখালী ইউনিয়ন তাঁতি দল নিজ উদ্যোগে সড়কটি সংস্কার করেন।
সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মাসুদ খান অর্ঘ্য।
তালা উপজেলা তাঁতি দলের আহ্বায়ক গোলাম মোস্তফা
যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খলিষখালী ইউনিয়ন তাঁতি দলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহিন কাগজ, সহ-সভাপতি ওসমান, হাসমত, লোকমান, আমজেদ,
সাধারণ সম্পাদক লাভলুজ্জামান,
যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন*, ইকবল, রবিউল
সাংগঠনিক সম্পাদক খায়রুল
এছাড়াও খলিষখালী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তাঁতি দলের বহু নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সরকারের অবহেলার কারণে দীর্ঘদিন ধরেই এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জনগণের দুর্ভোগ লাঘব করতেই তাঁতি দল মানবিক দায়িত্ববোধ থেকে উদ্যোগ নিয়ে সড়কটি সংস্কার করেছে।
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

No comments