ads

শিরোনাম :

সাতক্ষীরা ওয়াটার টেকনোলজী এ্যাসোসিয়েশনের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিনিধি রাকিবুল ইসলাম : সাতক্ষীরা ওয়াটার টেকনোলজি অ্যাসোসিয়েশন সমিতির ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার  (১৩ ডিসেম্বর ) বিকাল ৩ টায় নিউ সোনারগাঁও কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশন এর ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন মো. আব্দুল বাতেন জানায়, সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত  ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

তিনি আরোও বলেন, নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ০৮টি পদের বিপরীতে ১৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৫ জন। এর মধ্যে ৩৩ জন ভোট দিয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে মো. হাফিজুল ইসলাম  ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ১১ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মো. সাইফুল ইসলাম  ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু হাসান বিশ্বাস ১৫ ভোট পেয়েছেন । 

সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম বাবু  ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ হোসেন (আর্মি অব:) ০৬ ভোট পেয়েছেন । সহ-সাধারণ সম্পাদক পদে মো. রবিউল ইসলাম ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফুল ইসলাম পেয়েছেন ০৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে মো. ইয়াছিন আলী ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. আলাউদ্দীন পেয়েছেন ১৪ ভোট।

দপ্তর সম্পাদক পদে মো. আব্দুল আহাদ ২৬ ভোট বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল ওহাব ০৫ ভোট পেয়েছেন। এছাড়া প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মো. খলিলুর রহমান বিজয়ী হয়েছেন। কার্যকরী সদস্য পদে মো. নূর হোসেন, এবং মো. মিজানুর রহমান ঢালী বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. রাজু আহম্মেদ শিকদার।  এছাড়াও  নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে ছিলেন, মো. আব্দুল বাতেন,

এ.বি.এম. জাহিদুল ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মনিরুল ইসলাম।

No comments