ads

শিরোনাম :

বিজয় দিবস উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

 রাকিবুল ইসলাম সাতক্ষীরা :


মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে এক নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে আরাফাত রহমান রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া লস্করপাড়া ভাঙ্গা মন্দিরের পাশে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুল ইসলাম সজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস. আজিজুর রহমান সেলিম, সৈয়দ রেজাউল করিম টুটুল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক,  কাইসারুজ্জামান হিমেল  এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশ।


বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও ক্রীড়াপ্রেমী নেতা আরাফাত রহমান কোকো-র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।


উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

No comments