ads

শিরোনাম :

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল



রাকিবুল ইসলাম সাতক্ষীরা :বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরা জেলায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১শে ডিসেম্বর) বিকাল ৪টায়  জেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির উদ্যোগে শহরের সিদ্দিক সুপার মার্কেট এর সামনে  এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান ভুট্টো এর সভাপতিত্বে ও  সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন,

পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মহিউদ্দিন কুরাইশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মহসিন হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান,  ফিরোজ হোসেনসহ দলের নেতা কর্মীরা।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। দীর্ঘ প্রবাস জীবনেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়ে আসছেন।

বক্তারা আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

শুভেচ্ছা মিছিলে জেলা বিএনপি, পৌর ও উপজেলা বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

No comments