সাতক্ষীরায় কোস্টগার্ডের অভিযানে ভারতীয় মাদক জব্দ
ডেক্স নিউজ : সাতক্ষীরা শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ অভিযান চালানো হয়।
কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন আজ বুধবার বিকেলে দৈনিক সময় বার্তা কে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত প্রায় ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শ্যামনগর উপজেলার চুনকুরি খালে বিশেষ অভিযান চালান। অভিযানকালে খালে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মাদক জব্দ করা হয়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা মাদকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

No comments