আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেবহাটায় প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধ :রবিবার (৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আশার আলোর সম্মেলন কক্ষে দেবহাটা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শ্রী চন্দ্রকান্ত মল্লিক এর
সভাপতিত্বে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দেবহাটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস যথাযোগ্য ভাবে পালনের উদ্দেশ্যে জাতির কর্মসূচি আলোকে উপজেলা গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারণা জন্য পোস্টার, ব্যানার টানানো, সরাসরি বেসরকারি চাকরিজীবী, সাধারণ জনগণ, শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধন, আলোচনা করার সিদ্ধান্ত গ্ৰহন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. নজরুল ইসলাম, সদস্য জনাব মো. মেহেদী হাসান, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ আমিরুল ইসলাম।
দিবসটি যথাযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
প্রস্তুতি অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ আল আজাদ।

No comments