ads

শিরোনাম :

আল হিকমাহ মডেল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

 


মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের প্রতি আগ্রহ বাড়াতে আল হিকমাহ মডেল মাদরাসায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।


 রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় আল-হিকমাহ মডেল মাদরাসা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়।


আল হিকমাহ মডেল মাদরাসার প্রিন্সিপাল মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের সম্পর্ক যত গভীর হবে, সমাজ তত আলোকিত ও সমৃদ্ধ হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপস্থিত শিক্ষকবৃন্দের মধ্যে ছিলেন গোলাম আজম, সাদিকুর রহমান, মাসুম বিল্লাহসহ অন্যান্য শিক্ষকরা।

বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। 


এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে জানায়, “নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। এই বইগুলো পড়ে আমি অনেক নতুন জ্ঞান অর্জন করতে পারব।”

No comments