খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাংবাদিক ক্লাবের দোয়া
মোঃ হাফিজ সাতক্ষীরাঃ
সাতক্ষীরা শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে সাতক্ষীরা সাংবাদিক ক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় শহরের পলাশপোল এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এসএম মহিদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হবি। সাধারণ সম্পাদক মীর আবু বকারের সঞ্চালনায় মাহফিলে জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ শাহীন, প্রভাষক আতাউর রহমান, আবুল কালামসহ আদ্বুর রশিদ, মিহির উজ্জামান বাবু,মোঃ হাফিজ, ক্লাবের সদস্য ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মরহুমার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি

No comments