শত্রুতার জেরে শ্যামনগরের কৈখালীতে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ
নূরুন্নবী ইমন, শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী কারিগর পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে আলুর গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতের কোন এক সময়ে পশ্চিম কৈখালী কারিগর পাড়ার মৃত সাকাত আলী সরদারের পুত্র , ৬০ নং পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শহিদুল ইসলামের আলুর জমিতে এ ঘটনা ঘটে। ২১ শে জানুয়ারী ( বুধবার) সকালে রোপনকৃত আলুর জমিতে গিয়ে দেখা যায় আলুর চারা তোলা। ঘটনার পেছনে প্রতিবেশী একই এলাকার মৃত ইউনুস কারিগরের পুত্র পিন্টু কারিগর জড়ত থাকার বিষয়ে অভিযোগ করছেন ভুক্তভোগী শহিদুল ইসলাম। এতে কয়েক হাজার টাকার তিসাধন হয়েছে বলে দাবি করেন তিনি।
বুধবার সকালে সরেজমিনে উপজেলার কৈখালী কারিগর পাড়ার আলু েেত গিয়ে দেখা যায়, উপড়ে ফেলা আলুর গাছ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। বিষয়টি জানাজানি হলে উৎসুক মানুষজন আলুর জমিতে ভিড় করেন। এ সময় তারাও ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। এ সময় মোঃ শহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শিরিন খাতুন জানান, প্রতিবেশি পিন্টু কারিগরের সাথে জমিজমা নিয়ে দীর্ঘ বছর থেকে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার গ্রাম্য শালিসও হয়েছে। তিনি দাবী করে পূর্ব শত্রুতার জের ধরে পিন্টু কারিগর আলুর চারা উপড়ে ক্ষতি সাধন করছে। এ সময় তিনি জানান , বিষয়টি নিয়ে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের নিকট মৌখিক ভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার স্থান পরিদর্শন করে গেছেন। এ সময় স্থানীয়রা বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে ফসলের সঙ্গে শত্রুতা দেখাতে হবে। যারাই এই ঘটনা ঘটিয়েছে, তারা ন্যাক্কারজনক কাজ করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে পিন্টু কারিগর বলেন , আমার বিরুদ্ধে অভিযোগটি সম্পুন্ন মিথ্যা ও ভিত্তীহিন। ৩য় কোন পক্ষ আমাদের মধ্যে পুনরায় বিরোধ সৃষ্টি করার জন্য এমন জঘন্য কাজ করেছে।
কৈখালী ইউ,পি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন , বিষয়টি আমি জানার পরে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আলুর ক্ষেতের কিছু অংশে চারা উপড়ানো। কে বা কারা এ কাজের সাথে জড়িত তা সঠিক জানা যায়নি। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ , মোঃ খালেদুর রহমান বলেন , বিষয়টি নিয়ে এখনও কোন অভিযোগ পাইনি। পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

No comments