ব্রহ্মরাজপুরের শাল্যে সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমানের জানাজা অনুষ্ঠিত
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাল্যে গ্রামের বিশিষ্ট ব্যক্তি ও সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সেক্রেটারি আলহাজ্ব খলিলুর রহমান (৬৯)-এর জানাজা নামাজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ আসর শাল্যে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, দেশবরেণ্য বক্তা হাফেজ রফিকুল ইসলাম, মরহুমের ভাই মাওলানা আব্দুল আজিজ, মাওলানা কবির হোসেনসহ অন্যান্যরা। তারা মরহুমের দ্বীনি জীবন, সততা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
জানাজা নামাজে ইমামতি করেন ১ নম্বর শাল্যে ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনা। নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে তাঁর পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।
জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

No comments