বিভাগীয় পর্যায়ে টানা দুই জয়ে দুর্দান্ত সাতক্ষীরা সরকারি কলেজ
মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা :
খুলনা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে সাতক্ষীরা জেলা দল (সাতক্ষীরা সরকারি কলেজ)।
রবিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত প্রথম ম্যাচে জেলা চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি কলেজ ১-০ গোলে আমঝুপি রাজ নগর বারাদি কলেজ, মেহেরপুরকে পরাজিত করে। হাড্ডাহাড্ডি এই ম্যাচে একমাত্র ও জয়সূচক গোলটি করেন সাহেদ পারভেজ।
অপরদিকে, মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সাতক্ষীরা জেলা দল ৩-১ গোলে নড়াইল জেলা দলকে পরাজিত করে। এ ম্যাচে দুর্দান্ত খেলেন সাহেদ পারভেজ, যিনি দুটি গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের অপর একটি গোল করেন আপন। নড়াইল জেলা দল একটি গোল শোধ দিতে সক্ষম হলেও শেষ পর্যন্ত সাতক্ষীরার আক্রমণ সামলাতে পারেনি।
এই খেলায় ছাত্রদের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক আসাদুল হক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মফিজুল ইসলাম। তাঁদের দিকনির্দেশনা ও উৎসাহে দলের খেলোয়াড়রা আরও আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমে সাফল্য অর্জন করে।
টানা এই দুই জয়ের মাধ্যমে বিভাগীয় পর্যায়ের পরবর্তী ধাপে উত্তরণের পথে অনেকটাই এগিয়ে গেল সাতক্ষীরা সরকারি কলেজ। দলের খেলোয়াড়দের নৈপুণ্য ও সমন্বিত পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

No comments