ads

শিরোনাম :

সাতক্ষীরায় সিলভার জুবলি উপলক্ষে অনুষ্ঠিত হলো ‘মেঘা মিটআপ ২০২৫’

 

সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরায় সিলভার জুবলি উপলক্ষে আয়োজিত “মেঘা মিটআপ ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) শহরের তুফান কনভেনশন সেন্টার অ্যান্ড রিসোর্টের পদ্মা হল মিলনায়তনে দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মেঘা কমিউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন। মেঘা মিটআপ অনুষ্ঠানে গোলাম রসুল রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম বাবলা, নাসিম ফারুক খান মিঠু, হাসান গ্রুপের চেয়ারম্যান আবু হাসান ও শফিকুল আলম বাবু প্রমুখ। 

অনুষ্ঠানে স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা পর্ব অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৫ বছরের পথচলা স্মরণে আয়োজিত এ সিলভার জুবলি মিটআপে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আয়োজকরা জানান, পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করা, পুরোনো স্মৃতি রোমন্থন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মেঘা কমিউনিটির প্রবীণ ও বর্তমান সদস্যরা বক্তব্য দেন।

শেষ পর্বে কেক কাটার মধ্য দিয়ে সিলভার জুবলি উদযাপন করা হয় এবং একসঙ্গে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

No comments