সাতক্ষীরার তালায় ৭০ বোতল মাদকসহ কারবারি গ্রেপ্তার: র্যাব-৬ এর অভিযান
রাকিবুল ইসলাম সাতক্ষীরা :সাতক্ষীরা জেলার তালা থানাধীন বলরামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শংকর মন্ডল (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্প। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩/০১/২০২৬ তারিখ রাত ২৩.০৫ ঘটিকায় পরিচালিত এই অভিযানে আসামির দেহ তল্লাশি করে তার পরিহিত বডি ব্যাগ থেকে ৪০ বোতল Eskuf ও ২০ বোতল Wincerex সিরাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তার ব্যবহৃত মোটরসাইকেলের ফিল্টারের ভেতর থেকে আরও ১০ বোতল Wincerex সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ৭০ বোতল কোডিনযুক্ত সিরাপসহ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করে র্যাব। জব্দকৃত এই মাদকদ্রব্যগুলোর লেবেলে 'Rx codeine phosphate & Triprolidine Hydrochloride' উপাদান থাকার কথা উল্লেখ রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা জেলার তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী ৩৬ (১) এর সারণিক ১৪ (গ) ধারায় মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

No comments