শাহরুখের সাম্রাজ্যে যোগ দিলেন অনিল কাপুর
বিনোদন ডেস্ক : দীর্ঘ সাড়ে চার বছর পর ২০২৩ সালে পাঠান দিয়ে পর্দায় ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খান। একই বছর তিনটি সুপারহিট সিনেমা দিয়ে নিজের সাম্রাজ্য পুনরুদ্ধার করেন তিনি। এর পর থেকেই চাতকের মতো চেয়ে আছেন শাহরুখ ভক্তরা। গত বছর আর পর্দায় দেখা যায় শাহরুখকে।
তিনি এখন ব্যস্ত তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’ নিয়ে। এতে মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন শাহরুখ। মেয়েকে বলিউড জায়গা শক্ত করে দিতেই সিনেমাটি তৈরি করছেন শাহরুখ, এমনটাই গুঞ্জন রয়েছে। ‘কিং’ ঘিরে দর্শক প্রত্যাশা অনেক। একে একে সিনেমাটির সঙ্গে নাম জুড়েছে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, আরশাদ ওয়ার্সি, অভয় ভার্মার মতো তারকার। এবার শোনা যাচ্ছে, অনিল কাপুরও যুক্ত হয়েছেন এতে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অনিল কাপুর যুক্ত হয়েছেন ‘কিং’-এ। শাহরুখ খানের মেন্টরের ভূমিকায় অভিনয় করবেন তিনি
এই চরিত্রটির জন্য একাধিক অভিনেতার কথা বিবেচনা করা হয়েছিল, তবে নির্মাতারা মনে করছেন যে এই চরিত্রে অনিল কাপুর একেবারে উপযুক্ত। অনিল নিজেও শাহরুখ খানের সঙ্গে এই বিশাল বাজেটের অ্যাকশনধর্মী সিনেমায় কাজের প্রস্তাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানা গেছে।
সেই সূত্র আরো জানিয়েছে, ‘কিং’ ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। ভারত ও বিদেশে প্রায় ১০০ দিনের শুটিং করা হবে। প্রথমে মুম্বাইয়ে, এরপর ইউরোপে আন্তর্জাতিক পর্যায়ের শুটিং হবে।
সিনেমাটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে আধুনিক প্রেক্ষাগৃহের দর্শকদের রুচি মাথায় রেখে। শাহরুখ খানকে এতে একেবারে নতুন রূপে উপস্থাপন করা হবে। অ্যাকশন দৃশ্যগুলোতেও স্টাইল ও বাস্তবতার ভারসাম্য রাখা হয়েছে।
এর আগে ‘কিং’-এ দীপিকার অন্তর্ভূক্তির কথা জানা যায়। এতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে জুটি হিসেবে দেখা যাবে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন সাচিন–জিগার এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে যুক্ত হয়েছেন এ সময়ের জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ। আগামী বছর পর্দায় আসবে ‘কিং’।
Post a Comment