ads

শিরোনাম :

সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি মোস্তাক আহমেদ

 


সাতক্ষীরায় সব প্রতিষ্ঠানে ডোপ টেস্টের নির্দেশ দিলেন ডিসি মোস্তাক আহমেদ

সাতক্ষীরা প্রতিনিধি :রেজাউল ইসলাম (বাবলু) জীবন একটাই, তাকে ভালোবাসুন—মাদক থেকে দূরে থাকুন” এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংকের কর্মীদের ডোপ টেস্ট করতে হবে। সেই টেস্টের রিপোর্ট আমাকে দিতে হবে। তাহলেই মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস সফল হবে। এভাবেই মাদক নিয়ে কড়া বার্তা দিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জেলা প্রশাসক আরও বলেন, আমরা দায়িত্ব পালনের জন্য এসেছি, বসে থাকার জন্য নয়। জীবন শুধু অর্থ উপার্জনের জন্য নয়, ভালো কাজের জন্য। তাই প্রতিটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের ডোপ টেস্ট করে রিপোর্ট জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেবে।

সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম। সভায় জেলা প্রশাসক আরও বলেন, “আমরা শুধু বেতন নিতে চাকরি করি না, মানুষের জন্য কাজ করতেই হবে।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফসহ অন্যান্য কর্মকর্তারা।

এসময় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো জাতির ভবিষ্যৎকেও ধ্বংস করতে পারে। তারা পরিবার ও সমাজকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

No comments