পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে বিএনপি'র পার্টি অফিস
পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে বিএনপি'র পার্টি অফিস
ডেক্স নিউজ : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় দখল করে বিএনপি'র পার্টি অফিস নির্মাণের অভিযোগ উঠছে স্থানীয় কিছু বিএনপির নেতার বিরুদ্ধে।
এ সময় এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এই দখলকৃত জমি কিছু অংশ সরকারি এজিরা দিয়ে শাহ মো: আরিফ হোসেন (মিঠুন) ভোগদখল করে আসছে। কিন্তু মরিচাপ নদী খননের পর এই জমিতে বালু ভরাট করে রাখেন,আরিফ হোসেন সেই বালুর উপর দখল করে বিএনপির পার্টি অফিস করার উদ্দেগ নেই স্থানীয় কিছু বিএনপির নেতারা।
এ সময় আরিফ হোসেন বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের জমি সরকারি এজিরা দিয়ে আমি ভোগ দখল করে আসছি দীর্ঘদিন যাবত, নদী খননের পর থেকে এই জমি দখলে নেই তারা, এবং দখল করে ঘর বিএনপি'র প্রধান কার্যালয় অফিস নির্মাণ কাজ শুরু করেন, তিনি আরো বলেন এর আগে আরো কয়েক জায়গায় এই জমি দখল, লুটপাট, চাঁদাবাজির একাধিক অভিযোগ আছে, এই জমি দখলের সাথে জড়িত
মো: তুহিনউল্লাহ (তুহিন) জাহাঙ্গীর হোসেন (টুকু) মোঃ শহিদ হোসেন, ইমরান গাজী, সবুজ পাটনি, মোহাম্মদ ইকবাল হোসেন আরো অনেকে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আব্দুর রহমান (তাসকিয়া) তিনি মুঠো ফোনের মাধ্যমে জানান, আমাদেরকে ঔ এলাকার থেকে জানানো হয়, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিএনপি'র পার্টি অফিস নির্মাণ অভিযোগ এসেছে, এক্ষেত্রে আমরা প্রাথমিক পর্যায়ে আশাশুনি থানার ওসিকে জানানো হয়, পরবর্তীতে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশ অনুযায়ী ঘটনার স্থলে যান পুলিশ সদস্যরা, ঘটনাস্থলে গিয়ে সকল তথ্য নিয়ে নির্মাণ কাজ বন্ধ নির্দেশ দেন। এরপর আবারও নির্মাণ কাজ করছেন বলে জানাযায়।
No comments