ads

শিরোনাম :

সাতক্ষীরা সদর হাসপাতালে দুর্নীতি বিনামূল্যের ভ্যাকসিনেও বাণিজ্য সরবরাহ বন্ধের অজুহাত, টাকা দিলে মিলছে সেবা রোগীদের ক্ষোভ, প্রশাসনের নীরবতা

 


শেখ রেজাউল ইসলাম বাবলু:সাতক্ষীরা সদর হাসপাতালে বিড়ালের আঁচড়ের ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে চলছে টাকা লেনদেনের খেলা। আজ সকালে কয়েকজন ভুক্তভোগী রোগী হাসপাতালে ভ্যাকসিন নিতে গেলে কর্তব্যরত নার্সরা জানান—সরবরাহ বন্ধ থাকায় সেবা দেওয়া সম্ভব নয়।

সাতক্ষীরা সদর হাসপাতালে বিড়ালের আচড়ের ভ্যাকসিন চিকিৎসা নিতে আসা আছাদুর জামান, আমি হসপিটালে এসে নিয়ম অনুযায়ী টিকিট কেটে ভ্যাকসিন এর জন্য যখন নাসদের কাছে যাই নাসরা বলেন আমদানী এখন বন্ধ আছে দেওয়া যাবে না। তিনি সেখানে দাঁড়িয়ে দেখতে পেলেন টাকা দিলেই ভ্যাকসিন মিলছে।

তবে কিছুক্ষণ পর এক ব্যক্তি রোগীর ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করে গোপনে কিছু টাকা দেওয়ার পরই ভ্যাকসিন পেয়ে যান। এতে স্পষ্ট হয়, ‘সরবরাহ বন্ধ’ কেবল সাধারণ রোগীদের জন্য—টাকা দিলেই মিলছে সেবা।


ভুক্তভোগী সেবা নিতে আশা আশরাফুল আলম নামের এক রোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে, সেখানে সাধারণ মানুষকে বঞ্চিত করে টাকা নিয়ে দেওয়া হচ্ছে—এটা লজ্জাজনক।

 শেখ রেজাউল ইসলাম বাবলু দৈনিক সময় বার্তা সাতক্ষীরা প্রতিনিধি এ বিষয়ে জানতে চাইলে?

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জনকে অবহিত করলে তিনি জানান, “হয়তো ভ্যাকসিন সরবরাহে ঘাটতি আছে।” কিন্তু টাকা দিলে ভ্যাকসিন পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমি দেখছি।”

No comments