কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে। অন্যের ক্রয়কৃত জমি নিজেদের দাবি করে আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল করেছেন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে কথিত আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়ল ও তার পরিবারের সদস্য এবং ভাড়াটে বাহিনী। চলতি বছরের ২৮ জুলাই দুপুরে পরিবারের লোকজনসহ স্থানীয় আওয়ামী ঘরানার ভাড়াটে বাহিনী নিয়ে শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের শেখ নুর আলীর ছেলে শেখ আরিজুল ইসলামের ক্রয়কৃত জমি দখল করেন তারা। এসময় আদালতের নিষেধাজ্ঞার নোটিশ নিয়ে সেখানে দুইজন জারিকারক উপস্থিত হলে তাদেরকেও মারপিট করে কথিত আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়ল ও তার পরিবারের সদস্যরাসহ তার ভাড়াটে বাহিনী। ভুক্তভোগী শেখ আরিজুল ইসলামের ক্রয়কৃত সম্পত্তি গায়ের জোরে দখলে নেওয়ার চেষ্টা করে আসছিলো রতনপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে কথিত আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়ল। তারই জের ধরে ভুক্তভোগী শেখ আরিজুল ইসলাম বাদী হয়ে সিনিয়র সহকারী জজ আদালত কালিগঞ্জ, সাতক্ষীরায় ২২৭/২০২৫ নং দেওয়ানি মামলা করেন। ওই মামলায় নালিশী জমিতে স্থিতিবস্থা বজায় রাখতে মামলার বাদী শেখ আরিজুল ইসলাম বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন। দেওয়ানী কার্যবিধি আইনের ১৫১ ধারার বিধান মোতাবেক বিজ্ঞ আদালত ২৩ জুলাই তারিখে বাদী পক্ষের প্রার্থনা আমলে নিয়ে বিবাদী পক্ষকে আপত্তি দাখিল করে শুনানী না করা পর্যন্ত নালিশী জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেন। বিজ্ঞ আদালতের উক্ত নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গত ২৮ জুলাই ক্রয়কৃত জমিতে বাদিপক্ষের ঘেরাবেড়া ভাঙচুর করে জমির জবরদখল নেয় কথিত আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়ল। এ ব্যাপারে ভুক্তভোগী শেখ আরিজুল ইসলাম জানান, ‘জমি ক্রয়ের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়ল জবরদখলের পাঁয়তারা করে আসছিলো। তারা কয়েকবার জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমাদের মারপিট করে পুনরায় জমি দখলের চেষ্টা করে। পরবর্তীতে আদালতে তিনি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়লকে জমিতে প্রবেশ করতে নিষেধ করা স্বত্তে¡ও গায়ের জোরে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে আমার জমি জবর দখল করেছে। জবর দখলের সময় আদালতের আদেশ নিয়ে জারিকারকরা আসলে তাদেরকেও বেদম মারিপট করে আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়ল ও তার ভাড়াটে বাহিনী। এ ঘটনায় ওইদিনই ভুক্তভোগী দুই জারিকারক আওয়ামী লীগ নেতা আবুল কালাম মোড়লের বিরুদ্ধে মামলা করেছেন বলে শুনেছি’। এদিকে অভিযুক্ত আবুল কালাম মোড়ল জানান, ‘জমিটি তার বোনের থেকে গোপনে ক্রয় করেছেন শেখ আরিজুল ইসলাম। আমি ওই জমিতে আমানত করেছি। আদালতে মামলা চলমান আছে। মামলায় আমার জয় হবে’। অন্যের ক্রয়কৃত জমির জবরদখলের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জমি আমার আছে। এখানে দখলে নেওয়ার কিছু নেই’।
No comments