ads

শিরোনাম :

সাতক্ষীরার বল্লীতে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলন: চুক্তির টাকার হিসাব নিয়ে রহস্য

 



শেখ রেজাউল ইসলাম বাবলু : সাতক্ষীরা সদর উপজেলার ১২ নং বল্লী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের টুংকির বিলের মাঠের ব্রিজ থেকে সম্মরডাঙ্গা গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা নির্মাণের নামে ভূগর্ভ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের বিএনপি-সমর্থিত চেয়ারম্যান মহিতুল ইসলাম একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে গোপন চুক্তি করেছেন। ওই চুক্তি অনুযায়ী, প্রতিটি ফুট বালুর জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ টাকা পরিশোধ করবে। এর মধ্যে বালু উত্তোলনকারী শ্রমিক পাবেন ৬ টাকা, জমির মালিক পাবেন ২ টাকা। বাকি ৭ টাকার গন্তব্য অজানা—যা নিয়ে পুরো এলাকায় চলছে জোর আলোচনা ও রহস্য।


এলাকাবাসীর অভিযোগ, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন শুধু পরিবেশের ক্ষতিই করছে না, বরং সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে প্রভাবশালীদের পকেট ভারী করছে। অনেকে অভিযোগ করেন, প্রভাবশালী ব্যক্তির নাম জড়িত থাকায় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না।


এ বিষয়ে চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করা তিনি এ প্রতিবেদক কে বলেন, বালি তোলার বিষয়ে তিনি কিছু জানেন না।  



সাতক্ষীরা সদর এসিল্যান্ড  বলেন, 

বিষয় টি আপনার মাধ্যমে জানলাম বিষয়টি দেখছি। 



এলাকাবাসী দ্রুত এই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের দৃঢ় পদক্ষেপ কামনা করেছেন।



No comments