নাটোরে গলা কেটে চিকিৎসককে হত্যা, জনসেবা ক্লিনিক থেকে লাশ উদ্ধার
আয়নাল হক, নাটোর প্রতিনিধি:
নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা ক্লিনিকে ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ক্লিনিকের ভিতর থেকে ডা. এ এইচ এম আমিরুল ইসলাম (৬০) নামের এক চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ডা. আমিরুল ইসলাম জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী ছিলেন। তিনি ড্যাব-এর সাবেক আহ্বায়ক ও নাটোর সিভিল সার্জন অফিসের সাবেক এমওসিএস হিসেবে দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।
ক্লিনিকের স্টাফ আলামিন জানান, প্রতিদিনের মতো সকালে স্যার ঘুমিয়েছিলেন। সাধারণত তিনি সকাল ১১টার দিকে ঘুম থেকে ওঠেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও ঘুম থেকে না উঠায় সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। এসময় তাকে নিজ বিছানায় গলা কাটা অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায়। সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়া হয়।
খবর পেয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মুক্তাদির আরিফিন ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “আমরা একজন অভিজ্ঞ ও আস্থাভাজন চিকিৎসককে হারালাম। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।”
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, “বিষয়টি জানার পরই পুলিশের সব ইউনিট ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রযুক্তিগত সহায়তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।
No comments