যশোর বোর্ডে তৃতীয় সাতক্ষীরা
যশোর বোর্ডে তৃতীয় সাতক্ষীরা
নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাশে হারে সাতক্ষীরা জেলা যশোর বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে। সাতক্ষীরা জেলার পাশের হার ৫২ দশমিক ৬৪ শতাংশ। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, সাতক্ষীরা জেলা থেকে এ বছর ১১ হাজার ৯৫৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ হাজার ৪৪৩ জন সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করে। আর পাশ করেছে ৬ হাজার ২৪ জন।
পাশকৃত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৬৯৬ জন ছেলে ও ৩ হাজার ৩২৮ মেয়ে। যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর পাশের হারে যশোর বোর্ডে শীর্ষ স্থান অর্জন করেছে যশোর জেলা। যশোরের পাশের হার ৫৮ দশমিক ২৫ শতাংশ। আর দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা জেলা। খুলনার পাশের হার ৫৩ দশমিক ৯৮ শতাংশ।
No comments