ads

শিরোনাম :

সাতক্ষীরায় জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

 


রাকিবুল ইসলাম  :   ঐতিহাসিক জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভে গতকাল রাতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে অগ্নিকাণ্ড ঘটায় সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে খুলনা রোড মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বিক্ষোভ চলাকালে বক্তারা বলেন, “এই ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে কলুষিত করার চেষ্টা করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আরাফাত ইসলাম, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে স্মৃতিস্তম্ভ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

No comments