তালার হাজরাকাটী পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
ডেক্স নিউজ :সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে আফিয়া খাতুন (৩) নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আফিয়া খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের আরিজুল বিশ্বাসের মেয়ে।
স্থানীয় বাসিন্দা ইসরাফিল জানান পাশে খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় ছোট্ট আফিয়া। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন
স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এই মর্মান্তিক ঘটনায়।

No comments