সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রথম ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
রাকিবুল ইসলাম : সাতক্ষীরা -৩-আসন (কালিগঞ্জ–আশাশুনি) আসনের নির্বাচনী মাঠে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার উত্তাপ। এরই অংশ হিসেবে আসনের ২৩টি ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রতনপুর ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশকে কেন্দ্র করে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচেপড়া ভিড়।
নির্বাচনী সমাবেশে, রতনপুর ইউনিয়ন বিএনপির, সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী মো: আলাউদ্দিন।
তিনি বক্তব্য বলেন, “আমি নির্বাচিত হতে পারলে যুব সমাজের কল্যাণে প্রতিটি ইউনিয়নে একটি করে নান্দনিক খেলার মাঠ নির্মাণ করব। ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে নিরাপদ, সুস্থ ও আধুনিক বাংলাদেশ গঠনে সম্পৃক্ত করতে চাই।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া আমার অঙ্গীকার। মায়ের কোলে শিশুর মতো নিরাপদ পরিবেশ তৈরি করাই হবে আমার প্রধান দায়িত্ব।”
নির্বাচনী সমাবেশে, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদস্য, শেখ এবাদুল ইসলাম। তিনি বক্তব্য বলেন, ধানের শীষের বিজয় শুধু একটি আসনের পরিবর্তন নয়—এটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। তিনি কর্মীদের মাঠে থেকে ঐক্যবদ্ধভাবে প্রচার চালানোর আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য প্রদান করেন, আলহাজ্ব চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, সাবেক সহ-সভাপতি, কালিগঞ্জ উপজেলা বিএনপি। ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা বিএনপি। আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিগঞ্জ উপজেলা বিএনপি। মোঃ রোকোনুজ্জামান, আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা কৃষকদল।
সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনা করেন, আলহাজ্ব মোঃ ফজলুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক, রতনপুর ইউনিয়ন বিএনপি।

No comments