ads

শিরোনাম :

সাতক্ষীরা ২ আসনে আব্দুল আলিমকে মনোনয়নের দাবীতে বিশাল মানববন্ধন

 


রাকিবুল ইসলাম  সাতক্ষীরা : সাতক্ষীরা  ২  আসনে (সাতক্ষীরা-  দেবহাটা)   আব্দুর রউফ এর মনোনয়ন বাতিল ও টানা ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলীমকে মনোনয়ন এর দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে  । শুক্রবার (২১ নভেম্বর)  সকাল সাড়ে ১০ টায় বিনেরপোতা মাছ বাজার সংলগ্ন সাতক্ষীরা খুলনা মহাসড়কে মানববন্ধন  করেন সংসদীয় আসন সাতক্ষীরা ২ এর সর্বস্তরের সাধারণ জমগণ। 

মানববন্ধনে এসময় বক্তারা বলেন, বিএনপির মনোনীত   প্রার্থী আব্দুর রউফের একজন বহিস্কৃত নেতা। তিনি জাতীয় পার্টি থেকে আগত। এবং তিনি কোন দলীয় পদে নেই। তার মনোনয়ন নেতাকর্মীরা চরম ক্ষুব্দ। 

বক্তারা আরোও বলেন, চেয়ারম্যান আব্দুল আলিম দু'বারের ক্রস ফায়ারের আসামী ছিলেন। বিগত ১৭ বছর সৈরাচার সরকারের জুলুম নির্যাতন সহ্য করে নেতাকর্মীদের পাশে ছিলেন।

লাবসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি,  

মনিরুজ্জামান বলেন, বিএনপির সদ্য মনোয়ন পাওয়া আব্দুর রউফ‌কে দলীয় নো‌মি‌নেশন বাতিল করে বিএনপি নেতা আব্দুল আলিমকে মনোনয়নের  জোর দাবী জানান নেতাকর্মীরা, মনোনয়নপ্রাপ্ত মো. আব্দুর রউফ অতীতে কয়েকবার দল পরিবর্তন করেছেন। ২০০৯ সালে বিএনপি থেকে জাতীয় পার্টিতে যোগ দিয়ে পরে আবার তিনি বিএনপিতে ফেরেন। তাই মনোনয়ন বাতিল করে আব্দুল আলিম চেয়ারম্যানকে সাতক্ষীরা ২ আসনে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দকে। 

জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বলেন, আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হলে লাগাতার কর্মসূচি ঘোষনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার ১২ নং বল্লিন ইউনিয়ন বিএনপির সেলিম মন্টুর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আব্দুল গনির সঞ্চালনায় বক্তব্য রাখেন,  সাতক্ষীরা সদর উপ‌জেলা বিএন‌পি সদস‌্য  মোঃ আ‌তিয়ার রহমান, লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ স‌ফিকুল ইসলাম , লাবসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহিন ইসলাম,,  ৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌ন্রিযন বিএন‌পি সভাপ‌তি মোঃ আবুল হাসান , ৯ নং ব্রম্ম রাজপুর ইউ‌নিয়ন বিএন‌পির সাধারন সম্পাদক মোঃ না‌সিম বিল্লাহ,বৌকারী ইউ‌নিয় বিএন‌পি সভাপ‌তি মোঃ ইউনুছ আ‌লি বুলু,  সাধারন সম্পদক মোঃ ত‌জিবুর রহমান টুটুল,বাশদা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ ডাক্তার নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম,ভোমরা ইউ‌নিয়ন বিএন‌পি সভাপ‌তি মোঃ শা‌হিনুর রহমান ,সাধারন সম্পাদক মোঃ বজলু রহমার ( মেম্বর) ৫ নং শিপপুর ইউ‌নিয়ন বিএন‌পির সভাপ‌তি মোঃ হা‌ফেজ তাজুল ইসলাম , সাধারন সম্পাদক মোঃ টুটুল হো‌সেন ,৪ নং ঘোনা ইউনিয়ন বিএন‌পি সা‌বেক সভাপ‌তি ও  সদর উপ‌জেলা বিএন‌পির  যুগ্ম আহবাহক মোঃ কামরুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব প্রমুখ। এসময় মানববন্ধনে হাজার হাজার  মানুষের উপস্থিতিতে জনমানুষের ঢল নামে।

No comments